প্রচ্ছদ / সভাপতির বানী
প্রিয় শিক্ষার্থীবৃন্দ,
সামছুল হক কলেজে তোমাদের স্বাগতম। এই প্রতিষ্ঠান কেবল একটি শিক্ষালয় নয়, এটি একটি স্বপ্নের কারখানা, যেখানে তোমাদের প্রতিভা, জ্ঞান ও নৈতিকতা গড়ে ওঠে।
আমরা বিশ্বাস করি, প্রতিটি শিক্ষার্থী আলাদা, প্রতিটি স্বপ্ন গুরুত্বপূর্ণ। আমাদের কলেজের প্রতিটি শিক্ষক, কর্মচারী ও আমি নিজে তোমাদের পাশে আছি—তোমাদের প্রতিভা বিকাশে, তোমাদের চ্যালেঞ্জ মোকাবেলায়, এবং তোমাদের স্বপ্ন পূরণে।
এই কলেজে আমরা শুধু পাঠ্যপুস্তক শেখাই না, আমরা শেখাই কিভাবে একজন ভালো মানুষ হওয়া যায়। আমরা চাই, তোমরা সমাজের জন্য আলোকবর্তিকা হয়ে উঠো—যেখানে জ্ঞান, সততা ও মানবিকতা থাকবে তোমাদের জীবনের মূল ভিত্তি।
তোমাদের প্রতিটি সাফল্য আমাদের গর্ব, তোমাদের প্রতিটি অগ্রগতি আমাদের অনুপ্রেরণা। সামনে এগিয়ে যাও, সাহস নিয়ে, আত্মবিশ্বাস নিয়ে। সামছুল হক কলেজ তোমাদের পাশে আছে—আজ, আগামীকাল এবং ভবিষ্যতের প্রতিটি পদক্ষেপে।
শুভ কামনা রইলো,
রোকেয়া সুলতানা হক রোজি
সভাপতি
সামছুল হক কলেজ, হায়দরাবাদ, মুরাদনগর, কুমিল্লা