EIIN- 106064

01718014379

samsulhcollege@gmail.com

EIIN- 106064

01718014379

samsulhcollege@gmail.com

প্রচ্ছদ / ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তির কার্যক্রম ০৭/০৯/২০২৫ (রবিবার) থেকে ১৪/৯/২০২৫ (রবিবার) পর্যন্ত চলবে।

২০২৫-২০২৬ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তি সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, নিম্নে উল্লেখিত তারিখ অনুযায়ী প্রয়োজনীয় কাগজপত্র এবং নির্ধারিত ভর্তির ফি জমা দিয়ে ভর্তি হওয়ার জন্য অনুরোধ করা হলো।


 ভর্তির তারিখ ও সময়: ০৭/০৯/২০২৫ থেকে ১৪/০৯/২০২৫ খ্রি. পর্যন্ত।


ভর্তির সময় নিম্নে উল্লেখিত কাগজপত্র লাগবে।

  1. এসএসসি/দাখিল পরীক্ষার মূল ট্রান্সক্রিপ্ট ও ফটোকপি ২কপি।
  2. শিক্ষা প্রতিষ্ঠান হতে মূল প্রসংশা পত্র ও ফটোকপি ২কপি।
  3. পাসপোর্ট সাইজের রঙিন ছবি ৪ কপি।
  4. অনলাইন ডিজিটাল জন্ম নিবন্ধন এর ফটোকপি।
  5. পিতা ও মাতার (NID) জাতীয় পরিচয় পত্রের ফটোকপি।
  6. ভর্তি ফরম কলেজ থেকে সংগ্রহ করতে হবে।


ভর্তিকৃত ছাত্র-ছাত্রীদের ক্লাশ শুরু ১৫ সেপ্টেম্বর ২০২৫ খ্রি. (সোমবার)

বিঃদ্রঃ কলেজের নির্ধারিত ড্রেস পরিধান করে কলেজে আসতে হবে।


Creating Document, Do not close this window...