EIIN- 106064

01718014379

samsulhcollege@gmail.com

EIIN- 106064

01718014379

samsulhcollege@gmail.com

প্রচ্ছদ / প্রতিষ্ঠাতার বানী

“জ্ঞানই শক্তি”— এই বিশ্বাসকে ধারণ করে ১৯৯১ সালে আমি সামছুল হক কলেজ প্রতিষ্ঠার উদ্যোগ গ্রহণ করি। একটি মফস্বল অঞ্চলে শিক্ষার আলো পৌঁছে দেওয়ার লক্ষ্য ছিল আমার অন্যতম প্রধান উদ্দেশ্য। সেই সময়ে উচ্চশিক্ষার সুযোগ ছিল অত্যন্ত সীমিত, বিশেষ করে গ্রামের শিক্ষার্থীদের জন্য। তারা যেন দূরবর্তী শহরে না গিয়ে নিজ এলাকায় থেকেই মানসম্পন্ন শিক্ষাগ্রহণ করতে পারে—এই ভাবনা থেকেই এই শিক্ষাপ্রতিষ্ঠানের সূচনা।

আলহামদুলিল্লাহ, প্রতিষ্ঠার পর থেকে কলেজটি ধারাবাহিকভাবে অগ্রগতির পথে এগিয়ে চলেছে। আজ সামছুল হক কলেজ শুধু মুরাদনগর উপজেলার গণ্ডিতে সীমাবদ্ধ নয়; এটি কুমিল্লা জেলার অন্যতম শ্রেষ্ঠ শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে স্বীকৃত। অভিজ্ঞ ও নিষ্ঠাবান শিক্ষকগণ, আগ্রহী শিক্ষার্থীদের অধ্যবসায় এবং অভিভাবকদের সহযোগিতার মাধ্যমেই এই অর্জন সম্ভব হয়েছে।

আমাদের লক্ষ্য শুধুমাত্র পরীক্ষায় ভালো ফল অর্জন নয়—বরং এমন একটি প্রজন্ম গড়ে তোলা যারা নৈতিকতা, দেশপ্রেম, শৃঙ্খলা ও নেতৃত্বের গুণে সমৃদ্ধ হয়ে জাতির জন্য আলোকবর্তিকা হতে পারবে। প্রতিটি শিক্ষার্থী যেন জ্ঞান, চরিত্র ও কর্মে শ্রেষ্ঠ হয়ে ওঠে, এটাই আমাদের চূড়ান্ত লক্ষ্য।

আমি কলেজের সঙ্গে সংশ্লিষ্ট সকল শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও শুভানুধ্যায়ীদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং আগামীতেও সামছুল হক কলেজ যেন আরও সাফল্য ও গৌরব অর্জন করে, এই কামনা করছি।

— জনাব আলহাজ্ব মোঃ সামছুল হক
প্রতিষ্ঠাতা
সামছুল হক কলেজ

Creating Document, Do not close this window...